ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছেড়েছে জাপান। তার প্রতিবাদে জাপানিদের ওপর বেজায় চটেছে চীনারা। এরইমধ্যে বেইজিং জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করেছে। তবে ঘটনার শেষ সেখানেই নয়।
এবার চীনারা জাপানিদের বিভিন্ন ব্যবসা কেন্দ্র ও প্রতিষ্ঠানে ফোন দিয়ে নানা ভাষায় বকাবকি করছে। ঘটনা এতো ভয়াবহ যে জাপান রাষ্ট্রীয়ভাবে চীনের কাছে এ বিষয়ে নালিশ করতে বাধ্য হয়েছে।
ফুকুশিমার পানি সাগরে ছাড়ার পর থেকে চীন থেকে এই কলগুলো আসতে শুরু করে। জাপানের স্কুল, সরকারি দপ্তরগুলোও এরকম কল পাচ্ছে।
কল দাতারা চীন, জাপান ও ইংরেজিতে কথা বলছে। অনেকেই রীতিমতো বাজে ভাষায় কথা বলছে। কেউ আবার জাপানের সিদ্ধান্তের বিরোধিতার কথা জানাচ্ছে।
চীন জাপানের এই সিদ্ধান্তকে চরম স্বার্থপরতা বলে অ্যাখ্যা দিয়েছে। যদিও জাপান দাবি করছে, এই পানি নিরাপদ। আগামী ত্রিশ বছরে ফুকুশিমায় জমা থাকা ১০ লাখ টনের বেশি তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়বে জাপান।
সূত্র: বিবিসি