বান্দরবান শহরে এক পর্যটক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক মো. মারুফ হোসাইন (২৫) শনিবার শহরের নীলাচল পর্যটন স্পটের রিসোর্টে রুম ভাড়া নেন। রবিবার দুপুরে রিসোর্ট কর্তৃপক্ষ চেকআউট করার জন্য ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে কক্ষে ঢুকেন। সেখানে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে রিসোর্টের কাছাকাছি এক দোলনা এলাকার খাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে একইদিন রবিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকার একটি খালে একজনের মরদেহ পাওয়া যায়। একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধারের পর ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়। তিনি জানান, মৃত ব্যক্তির নাম ছৈয়দ আলম। তার বাড়ি রামু উপজেলার ফাতেহারকুল ইউনিয়নে। তার পরিবারকে খবর দেয়া হয়।