নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।
শনিবার বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একইদিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।