এশিয়া কাপে লিটনকে নিয়ে শঙ্কা, বিকল্প ভাববে বিসিবি

0

আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেজন্য শ্রীলঙ্কার উদ্দেশে রবিবার (২৭ আগস্ট) দুপুরে দেশ ত্যাগ করবে টাইগার বাহিনী। সেই উদ্দেশে জাতীয় দলের ক্রিকেটাররা একে একে বিমানবন্দরে এলেন সবাই। কিন্তু আসতে পারেননি লিটন দাস। 

এশিয়া কাপে খেলতে যাওয়া হচ্ছে না তার। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত, তবে ডেঙ্গু নেগেটিভ তিনি। লিটনকে নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।

পাল্লেকেলে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলার জন্য পাকিস্তান যাবেন সাকিব আল হাসানরা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here