গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।
২০০৬ সালে ‘কাভি আলভিদা না কেহনা’ ছবিতে শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সদ্য এক্স (টুইটার) হ্যান্ডেলে #AskSRK প্রশ্ন-উত্তর পর্বে এক অনুরাগী বিগ বি’র বিষয়ে কিছু বলতে বলেন কিং খানকে।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়ে ‘ডন’এর উত্তরসূরি হয়েছিলেন শাহরুখ। এবার সেই জুতো রণবীর সিংয়ের পায়ে উঠল।
যদিও কোনও ছবিতে অভিনয় করবেন তারা, সেই নিয়ে এখনও তেমন কোনও আপডেট প্রকাশ্যে আসেনি। দুই সুপারস্টারের একসঙ্গে কাজ করার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি রণভীর সিং অভিনীত ডন ৩ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দুই প্রাক্তন ডনকে! উত্তরটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।