বিএনপির শীর্ষ নেতাদের সিঙ্গাপুর যাওয়া নিয়ে যা বললেন রিজভী

0

বিএনপি মহাসচিবসহ দলের একাধিক শীর্ষ নেতার সিঙ্গাপুর যাওয়া নিয়ে গুঞ্জন প্রশ্নে এবার মুখ খুললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শুধুমাত্র চিকিৎসার জন্য দলের বয়োজ্যেষ্ঠ নেতারা সিঙ্গাপুর গেছেন।’

রবিবার সকালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন তিনি তো গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন। আমাদের মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তা হলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা করার অধিকার নেই?’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here