শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন

0

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’র সামনে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় একটি সংগঠন অনটাচ ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাত’র বাইরে। তারা প্রতিবাদ জানাচ্ছেন অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে।

এ ছাড়া এই মুহূর্তে শাহরুখ খান এ২৩ গেমিং অ্যাপের মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে তাকে গেমিং অ্যাপটির হয়ে প্রচার করতে দেখা গেছে। মূলত এ কারণেই শনিবার দুপুরে শাহরুখ খানের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

এদিকে, বিক্ষোভকারীরা যাতে বিশৃঙ্খলা না করেন, এ জন্য মান্নাত’র সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here