চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রাখায় ৪ গুণী শিল্পী ও ১ সৃজনশীল সাংস্কৃতিক সংগঠককে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
এর আগে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, ২০২২ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন-লোক সংস্কৃতি আলকাপে মো. লুৎফর রহমান সরকার, কণ্ঠসংগীতে হাফিজুর রহমান কাজল, নাট্যকলায় আজিজুর রহমান শিশির, যন্ত্রশিল্পী মাদলে শ্রী হিরালাল কোল ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক গোলাম ফারুক মিথুন।