আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, ইউক্রেনের তিন পাইলট নিহত

0

ইউক্রেনের মধ্যাঞ্চলের আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে অন্তত তিন পাইলট নিহত হয়েছে। শনিবার দেশটির বিমান বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির বিমানবাহিনী বলেছে, নিহত তিন পাইলটের একজনের নাম জুস। আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য সাক্ষাৎকার দেওয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি। 

টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here