তাইওয়ান থেকে নিখোঁজ সেনার খোঁজ মিলল চীনে, যা বলছে তাইপে

0

তাইওয়ানের উপকূল থেকে নিখোঁজ এক সেনার খোঁজ মিলেছে চীনে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা এই ঘটনা তদন্ত করছেন। তাকে ফিরিয়ে আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী চিও কুও-চেং বলেন, ‘আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, ওই সেনাকে ফিরিয়ে আনতে পারব। তাকে কীভাবে ফিরিয়ে আনব? বিভিন্ন চ্যানেল রয়েছে আমরা সেগুলো অনুসরণ করছি।’

ওই সেনা তাইওয়ান সেনাবাহিনীর মোতায়েন এবং অবস্থান ফাঁস করে দিতে পারে এমন ঝুঁকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মন্ত্রী বলেন, তার সেই সক্ষমতা আছে কিনা সেটা আমরা নিশ্চিত কিংবা অস্বীকার করছি না। এর জন্য বড় ধরনের কৌশলগত সমন্বয় সাধন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তাইওয়ানের নিখোঁজ সেনা চীনের উপকূলের কাছে কিনমেন দ্বীপের এরদান উপত্যকায় দায়িত্বে নিয়োজিত ছিল। গত সপ্তাহে তিনি নিখোঁজ হন। সোমবার তার খোঁজ মেলে। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে চায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here