বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবে। শনিবার বিকালে তিনি খুলনায় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। নিপীড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না।
মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, শামীমুর রহমান শামীম, জেলা বিএনপি আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবিরুল হক সাবু, কাজী আলাউদ্দিন।
বিকেল ৩টার পর থেকে বিভিন্ন ওয়ার্ড থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল কালো পতাকা সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল কালো পতাকা মিছিল শুরু হয়ে স্যার ইকবাল রোড, লোয়ার যশোর রোডসহ কয়েকটি রোড প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ মোড়ে গিয়ে শেষ হয়।