বিশ্বকাপ জয় করেও স্পেনের নারী ফুটবলে স্বস্তি নেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির চুমুকাণ্ড নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার অভিযোগকারী নারী ফুটবলার জেনি হেরমোসোর বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ উদযাপনের সময় জেনিকে চুমু খাওয়ার ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও সভাপতির পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন লুইস রুবিয়ালেস।
খেলোয়াড়দের সংগঠন ফুটপ্রোর বিবৃতিতে জেনির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্টকে আলিঙ্গনের বিষয়ে জেনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না, এই ঘটনা তাকে বিব্রত করেছে।
এই বিবৃতির পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়ে, মিথ্যা ছড়ানোর জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়ের বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন তারা।
আর খেলোয়াড়রা লুইস পদত্যাগ না করলে আর জাতীয় দলের হয়ে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন।
সূত্র: বিবিসি