কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারি পোড়ানোর কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে গুণধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে খয়রত এলাকায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কে’ এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় ৭ মাস আগে গুণধর ইউনয়নের খয়রত এলাকায় ব্যাটারি পোড়ানোর কারখানা স্থাপন করেন মুসা মিয়া নামে এক ব্যক্তি। দিনের বেলায় কারখানাটি বন্ধ রাখলেও রাতের বেলায় পোড়ানো হয় ব্যাটারি। এ থেকে নির্গত রাসায়নিক পদার্থ মাটি ও পানিতে মিশছে। পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পরিবেশ। গত দুই মাসে বিষাক্ত পানি পানে এলাকার অন্তত ১০টি গরুর মৃত্যু হয়েছে বলে জানান তারা। কারখানার পাশে একটি মাদ্রাসা রয়েছে। কারখানাটির ধোঁয়ায় মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, গুণধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশনের আহ্বায়ক হেদায়েত উল্লাহ, সদস্য সচিব আবু সজিব, প্রতিষ্ঠাতা সভাপতি নাজিরুল ইসলাম, সাবেক সভাপতি আনিসুর রহমান আরজু ফকির, সাবেক সভাপতি ইকরামুল হক, সদস্য সিরাজুল ইসলাম, এস. এম মাসুম, দেলোয়ার হোসেন ও উপদেষ্টা ফেরদৌস মিয়া প্রমুখ।
এ ব্যাপারে কারখানাটির মালিক মুসা মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি কারখানাটি কিছুদিন যাবৎ বন্ধ রেখেছেন বলে দাবি করেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী জানান, দেড় মাস আগে এ কারখানাটি সিলগালা করে মালিককে জরিমানা করা হয়েছে। আমাদের জানা মতে কারখানাটি বন্ধ রয়েছে। যদি আবারও চালু করে থাকে, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।