প্রিগোজিনের মৃত্যু আসন্ন, জানতেন লুকাশেঙ্কো?

0

রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ও তার সহকারী দিমিত্রি উতকিনকে সতর্ক করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট তাদের জানিয়েছিলেন যে, তারা জীবনের হুমকিতে রয়েছে। 

জুন মাসে ওয়াগনার বিদ্রোহের পর মস্কোর সাথে প্রিগোজিনদের চুক্তিতে সহায়তা করেছিলেন লুকাশেঙ্কো। 

লুকাশেঙ্কো বলেছিলেন, বিদ্রোহের সময় তিনি প্রিগোজিনকে বলেছিলেন যে তিনি মস্কো অভিমুখী মার্চ অব্যাহত রাখলে মৃত্যুঝুঁকিতে পড়তে পারেন। তবে প্রিগোজিন তাকে বলেছিলেন, সব জাহান্নামে যাক। আমি মরে যাবো। 

লুকাশেঙ্কো জানিয়েছেন, যখন তিনি ওই বিমানের যাত্রীদের তালিকায় প্রিগোজিন ও উতকিনের নাম দেখলেন তখনই দুই জনকে সতর্ক করে বলেছিলেন, ‌‌‘আপনারা সতর্ক থাকবেন।’

বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টায় প্রকাশিত প্রতিবেদনে লুকাশেঙ্কো প্রিগোজিনকে কখন এই সতর্কতা দিয়েছিলেন তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। 

প্রিগোজিনের মৃত্যুর জন্য পুতিন দায়ী নয় বলেই বিশ্বাস করেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, ‘আমি চিন্তাও করতে পারি না পুতিন এটা করেছেন। পুতিন এর জন্য মোটেও দায়ী নন। এটা খুবই বাজে ও অপেশাদার কাজ।’ ‘আমি পুতিনকে জানি, তিনি খুবই হিসাবি, শান্ত ও ধীরস্থির প্রকৃতির।’

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here