মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক মার্ক মিলি এক সাক্ষাতকারে বলেছেন, পশ্চিম এশিয়া থেকে তারা কখনোই সেনা প্রত্যাহার করবে না।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চল কৌশলগত দিক থেকে আমেরিকার জন্য অত্যন্ত তাই এখান থেকে সেনা প্রত্যাহারের কথা আমরা কল্পনাও করতে পারি না।
অন্য কর্মকর্তার মতো তিনিও আইএসসহ অন্য সন্ত্রাসী সংগঠনের তৎপরতাকে অজুহাত করে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, দায়েশ বা আইএস জঙ্গি সংগঠনের ইসলামি খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন না হলেও এখনো তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি।
সন্ত্রাসীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে এবং সিরিয়া ও ইরাকের কিছু অংশের মরুভূমিতে তারা গোপন তৎপরতা চালাচ্ছে যা জর্দানের জন্য হুমকি বলেও তিনি জানান।
মার্কিন সেনা প্রধান মার্ক মিলি দাবি আরও করেছেন, তারা যদি এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে সন্ত্রাসীরা আবারো আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। সূত্র : পার্সটুডে।