১৭ বছর পরে ফের পরিচালনায় নাসিরুদ্দিন শাহ

0

প্রায় ১৭ বছর পর, ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ একটি  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ফিরলেন পরিচালনায়।

ছবির নাম  ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’ । এই স্বল্পদৈর্ঘ্যের  চলচ্চিত্রটি  প্রকাশ পেয়েছে ইউটিউবে। ছবিতে  প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ, রত্না পাঠক শাহ, ভিভান শাহ এবং তরুণ ধনরাজগীর। 

এদিকে, ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’ মুক্তির আগেই তার বহু চৰ্চিত বান্ধবী সাবা আজাদকে নিয়ে আনন্দে মেতে ওঠেন হৃত্বিক রোশন। বলিউডের ‘গ্রিক গড’ ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই খুশির খবর। 

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সাবা ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’-এর ট্রেলার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে লিখেন, যখন ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’  সুন্দর উপায়ে একত্রিত হয় তখন কী হয়?  তিনি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র প্রশংসা করে  লিখেন, নাসির স্যারের পরিচালনায় কী দুর্দান্ত অভিষেক! এর প্রতিটি মুহূর্ত  উপভোগ করেছি। 

হৃতিকও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেছেন এবং নাসিরুদ্দিন শাহ পরিচালিত শর্ট ফিল্মটির প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here