ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে আসার পর বাংলাদেশ দলটাকে বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব ও হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বসেরাদের। দুই ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, বল হাতে মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদের জ্বলে ওঠা; সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন টাইগাররা। তাই আজ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।