পাকিস্তানে সেই ক্যাবল কারের মালিক ও পরিচালনাকারী গ্রেফতার

0

পাকিস্তানে আলোচিত সেই ক্যাবল কারের মালিক ও পরিচালনাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকা পাখতুনখোয়ায় প্রায় ৯০০ ফুট উঁচুতে ঝুলন্ত ক্যাবল কারে শিশুসহ আটজন আটকে পড়ে। পরে প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে তাদের সবাইকে উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখোয়ার ওই ক্যাবল কারে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। এ সময় ক্যাবল কারের একটি তার ছিঁড়ে যায়। এতে ছয় শিশুসহ আট আরোহী আটকা পড়ে। শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে মঙ্গলবার রাতে তাদের সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অনেক শিশু স্কুলে যাওয়া-আসার জন্য ক্যাবল কারের ওপর নির্ভর করে। সূত্র: ডন, আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here