নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচি

0

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অলেমা-চান্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাক্তাপুর গ্রামের বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) আতাউর রহমান তার বাবা-মায়ের স্মরণে অলেমা-চান্দ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মাক্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, নাচোল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকারুল পাশা, নাচোল উপজেলা প্রেসক্লাব ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য নাজিরা পারভিন ও সমাজসেবক গোলাম মোস্তফা বিসু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here