বিদ্যুতের পোলে ডিসের লাইন ঠিক করতে উঠেন শনু মোল্লা (৩২)। কিছুক্ষণ পরই ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লাকে বিদ্যুতের তারে ঝুলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের পোল থেকে ডিস লাইন লাইনম্যান শনু মোল্লার মৃত দেহ নামিয়ে নিচে আনে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত শনু মোল্লা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে নস্তি গ্রামের শাকিল মোড়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌছান। তাকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও তার পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করে।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, পরিবারে পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।