বাগেরহাটের মোরেলগঞ্জে জাকির শেখ (২৫) নামে এক ড্রেজার শ্রমিক খালে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার স্টিলব্রিজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন। জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা।
বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাজাজে ধাক্কা লাগালে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায় বলে অপর শ্রমিকরা জানিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোরেলগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।