ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এর পাল্টা ব্যবস্থা হিসেবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে চীন।
জাপানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটিতে আন্দোলন চলছে।
তবে সমালোচকরা বলছে, এ নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার ছিল। এই পানি ছাড়ার পরিকল্পনা আপাতত বন্ধ রাখা উচিত।
১০ লাখ টনের বেশি তেজস্ক্রিয় পানি জমা হয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আগামী ৩০ বছরে এই পানি সমুদ্রে ছাড়া হবে।
তবে আগে থেকেই জাপানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে চীন। বেইজিংয়ের দাবি, একেবারে স্বার্থপরের মতো আচরণ করছে জাপান। টোকিওর এই সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মকে বিপদে ফেলবে।
এবার ফুকুশিমার পানি ছাড়ার পর চীন জনস্বাস্থ্য ঝুঁকির কথা জানিয়ে জাপান থেকে সব ধরনের সামুদ্রিক পণ্য আমদানি নিষিদ্ধ করেছে জাপান।
সূত্র: বিবিসি