আবার লিওনেল মেসি ধামাকা। এবার আর্জেন্টাইন তারকার অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবেন মেসি।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির বিশেষ টিকেটের দাম ঠেকেছে ২৫ লাখ টাকায় (২৩ হাজার ডলার)।
ম্যাচের মাঠের কর্নার ফ্ল্যাগের কাছাকাছি থাকা বিশেষ। এটির দাম ১৭ হাজার ৪৩৮ মার্কিন ডলার, সঙ্গে ৬ হাজার ডলার কর মিলে মোট খরচ পড়বে ২৩ হাজার মার্কিন ডলারের (২৫ লাখ ৫০ হাজার টাকার কাছাকাছি) বেশি। যা বাংলাদেশি মুদ্রায়।
ইন্টার মায়ামিতে ৮টি ম্যাচ খেলেছেন মেসি।