রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ, জেলেনস্কির স্বীকারোক্তি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছে তার দেশের সেনারা। তবে তিনি দাবি করেন, রাশিয়ার প্রতিরক্ষা রেখা পার হওয়ার জন্য ইউক্রেনের সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

একই সঙ্গে তিনি আশা করেন, ইউক্রোনের সেনারা অবশ্যই রাশিয়ার প্রতিরক্ষাবুহ্য ভেঙে দেবে। এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে ইউক্রেন যে বিপর্যয়ের মুখে পড়েছে তাতে কিয়েভের ওপর পশ্চিমা পৃষ্ঠপোষকরা হতাশ হয়ে পড়ছে।

জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমরা কোন দিক থেকে দেখব সেটি একটি বিষয়…আমরা এগিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুব কঠিন, কারণ সেখানে বিপুল পরিমাণ মাইন রয়েছে।’ সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন কিয়েভ সফররত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্প। 

জেলেনস্কি বলেন, ‘সামরিক বাহিনী থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সঠিক দিকেই এই অগ্রযাত্রা হচ্ছে।’ সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here