এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে আটটি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল সাত হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে চতুর্থ দিনে রেকর্ড ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিন এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এছাড়া রাজশাহীতে এক হাজার ১৯০, বরিশালে ৫১৮, সিলেটে ৫৬১, দিনাজপুরে ৯৭২, কুমিল্লায় ৬৯৮, ময়মনসিংহে ৫৬৭ এবং যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারাদেশে রেকর্ড ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে সর্বোচ্চ সাতজন, এরপর ময়মনসিংহ বোর্ডে ২১ জন, বরিশাল বোর্ডে ১২ জন, কুমিল্লা বোর্ডে সাতজন, যশোর বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে ১৩ জন এবং রাজশাহী বোর্ডে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর- এ আট বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।