ফরিদপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার মো. শাহজাহান। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
গত ২৫ জানুয়ারি ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামে আড়িয়াল খা নদের পাড়ে একটি সরিষা ক্ষেতে ইজিবাইক চালক মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামের বাসিন্দা আমিন বেপারীর ছেলে শাহজাহান বেপারী (৪০) এর মৃতদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।
এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি নিহতের চাচাতো ভাই আক্কাস আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিরা গলায় গামছা ও মাফলার দিয়ে হত্যা করে লাশ গুম করার দায়ে একটি হত্যা মামলা দায়ের করেন সদরপুর থানায়।