বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাড়াটে সেনা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। মস্কো থেকে তিনি সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিলেন। কিন্তু আকস্মিক তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে খাড়াভাবে নিচে নেমে আসে। ওই বিমানে তিনপাইলটসহ মোট ১০ জন ছিলেন।
উড়োজাহাজ ভূমিতে পড়ার কাহিনীর বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
রয়টার্সকে ভিটালি স্টেপেনক বলেন, সাধারণত ভূমিতে কোনো বিস্ফোরণ হলে তার প্রতিধ্বনি হয়। কিন্তু এটা ছিল শুধুই একটি বিস্ফোরণ। আমি তাকাই এবং সাদা ধোঁয়া দেখতে পাই।
কুজেনকিনো গ্রামের এই বাসিন্দা বলেন, বিমানের একটি পাখা এক দিকে উড়ে যায়। বিমানপোতের কাঠামো আরেক দিকে চলে যায়। এরপর বিমানটি কিভাবে নিচে পড়ে নিজের বাহু দিয়ে সেটা দেখান তিনি। বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে তিনি নিজের বাইকে চেপে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান বলেও জানান।
ভিটালি স্টেপেনক বলেন, সবকিছুতে আগুন জ্বলছিল। মানুষজন চারপাশে হাঁটছিল। তারা বিমানে থাকা অবশিষ্টাংশ বের করে আনে। সূত্র: সিএনএন