ক্রিকেটার হলেও বেন স্টোকসের অন্যতম প্রিয় খেলা রাগবি। তার বাবা রাগবি খেলোয়াড় হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের কোচও ছিলেন। অবসর সময়ে স্টোকস তাই গিয়েছিলেন ছয়জাতি চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের খেলা দেখতে। কিন্তু যাওয়ার পথে চোরের খপ্পরে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তাতে রেগেমেগে আগুন তিনি।
কিং’স ক্রস রেল স্টেশন থেকে চুরি হয়েছে স্টোকসের ব্যাগ। যেখানে তার জামা-কাপড় ছিল। চোরকে উদ্দেশ্য করে স্টোকস টুইটারে লেখেন, ‘কিং’স ক্রস রেল স্টেশন থেকে যিনিই আমার ব্যাগ চুরি করেছেন, আশা করি আমার পোশাক আপনার জন্য বড়ই হবে, হ্যাঁ অবশ্যই …। ’ লেখার সঙ্গে রাগের ইমোজিও জুড়ে দেন স্টোকস। তাতে বুঝাই যাচ্ছে কতটা ক্ষুব্ধ তিনি।