বগুড়ায় চার দফা দাবিতে ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
চার দফা দাবিগুলো হলো, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আরমান আতিক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।