টি-টোয়েন্টির পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড সিরিজের দলে নেই তিনি। রিয়াদের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদের বিষয় নিয়ে বাশার জানালেন বিশ্রামে রাখা হয়েছে তাকে।
মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছে কি না এই প্রসঙ্গে বাশার বলেন, ‘ব্যাপারটা আসলে কিছুই না। মাহমুদুল্লাহ যেখানে ব্যাটিং করছেন সেখানে আমাদের দুই-একজন বিকল্প আছে দেখার মতো। এজন্য (বিশ্রাম দেওয়া হয়েছে), আর কিছু না। ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে চাচ্ছি, ১-৪ আমাদের নতুন কাউকে দেখার সুযোগ নেই। ছয়-সাত এই জায়গায় দেখার একটু সুযোগ আছে।’
মাহমুদুল্লাহ রিয়াদ পরীক্ষিত খেলোয়াড় তার প্রমাণ করার কিছু নেই সেটাও জানালেন বাশার, ‘আমি আবারও বলছি মাহমুদুল্লাহ আমাদের প্রমাণিত খেলোয়াড়। তার আর প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যতে কি হবে তা আমরা পরে ভাববো। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি।’