মিজোরামে ভেঙে পড়ল নির্মাণাধীন রেলসেতু, নিহত ১৭

0

ভারতে নির্মাণাধীন একটি রেলসেতু ভেঙে পড়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এতে আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here