মৌলভীবাজারের কুলাউড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার তার বক্তব্যে বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে কুলাউড়া উপজেলা দীর্ঘদিন ধরে জেলার ৭ উপজেলার মধ্যে ৭ম স্থানে অবস্থান করছে। পিছিয়ে পড়া কুলাউড়ার অবস্থানের উত্তরণ ঘটাতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বশীলদের তাদের কাজের গতি বৃদ্ধি করতে হবে। তাহলে কুলাউড়াও অন্যান্য উপজেলার মতো ১ম-২য় অবস্থানে পৌঁছতে পারবে।
এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।