কোনালের হ্যাটট্রিক

0

মাত্র ছয় মাসে পর পর তিন ছবিতে তিনটি গান দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। এক কথায় বলতে গেলে, হ্যাটট্রিক করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী। ছবি ৩টি ও এর গান গুলো হচ্ছে যথাক্রমে ‘সুরমা সুরমা’ (লিডার আমিই বাংলাদেশ), ‘মেঘের নৌকা’ (প্রহেলিকা) এবং ‘ও প্রিয়তমা’ (প্রিয়তমা)।

বালাম ও কোনালের গাওয়া  ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি রিলিজের ৮ সপ্তাহ চলছে। এই গানটি মাত্র ৮ সপ্তাহে ৮ কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। গেল জুন মাসের শেষ সপ্তাহে ‘ও প্রিয়তমা’ গানটি অফিশিয়ালি দুটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপলোড হয়। এর মধ্যে টাইগার মিডিয়া থেকে ৬ কোটি ৩৭ লাখের বেশি এবং দি অভি কথাচিত্র থেকে ১ কোটি ৬৩ লাখের বেশি ভিউ হয়েছে।

‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আর প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, কলকাতার ইধিকা পাল প্রমূখ। দেশে সফলতার পর বিদেশেও সমান দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘প্রিয়তমা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here