দক্ষিণ কোরিয়ার হাতে আটক থাকা ইরানের ৬০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ এরইমধ্যে সুইস ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ইরানের কাছে পাঠানোর জন্য এই অর্থ গত সপ্তাহে সুইজারল্যান্ডের ব্যাংকে পাঠানো হয়েছে।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইনফোম্যাক্স জানিয়েছে, প্রতিদিন সুইস ব্যাংক ৩০০ থেকে ৪০০ বিলিয়ন ওন ডলারে রূপান্তর করবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী পাঁচ সপ্তাহ ধরে।
সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তির আওতায় আমেরিকা দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলার পরিমাণ তেল বিক্রির অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার কারণে দক্ষিণ কোরিয়া গত কয়েক বছর ধরে ইরানের এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে পারছিল না।
সূত্র : রয়টার্স