২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরে শ্রদ্ধা জানিয়েছে দশমিনা ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (২১ আগস্ট) বেলা এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা তার গ্রামের বাড়ির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহদাজা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।
এছাড়াও মামুনের স্বজনরাসহ দশমিনা ও গলাচিপা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মামুনসহ গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।