ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইতোমধ্যেই জমকালো আয়োজনের মধ্যদিয়ে নেইমারকে বরণ করে নিয়েছে ক্লাবটি। বর্তমানে আল হিলালে অবস্থান করলেও এখনই মাঠে নামা হচ্ছে না ব্রাজিলের পোস্টার বয়ের।
শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদই দিয়েছেন আল হিলাল কোচ জর্জে জেসুস।
প্রীতি ম্যাচের জন্য ইনজুরি আক্রান্ত নেইমারকে ব্রাজিল দলে রাখায় ক্ষোভ প্রকাশ করেন জেসুস।
নেইমারকে বরণে পর আল ফেইহার সঙ্গে ১-১ গোলে ড্র করে আল হিলাল।
আল হিলালের মেডিকেল বিভাগ আশা করছে, আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরই মাঠে নামতে পারবেন নেইমার। সে হিসেবে আল রিয়াদের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ব্রাজিলের তারকা ফুটবলারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।