সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই ফিফটি করলেন উইল ইয়াং। সঙ্গে মার্ক চাপম্যানের টানা দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে নিউজিল্যান্ড পেল দেড়শ ছাড়ানো পুঁজি। বাকিটা সারলেন বোলাররা। সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে সিরিজ জিতল কিউইরা।
বিরল এক সিরিজ জয়ের আশায় নেমে লড়াই জমাতেই পারল না আমিরাত। আগের ম্যাচে যেকোনো সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পর আইসিসির সহযোগী দেশটি এবার হেরে গেল ব্যাটিং ব্যর্থতায়। তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয় ৩২ রানে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (২০ আগস্ট) ১৬৬ রানের পুঁজি গড়ে আমিরাতকে আটকে দেয় তারা ১৩৪ রানে।
টানা তৃতীয় ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। আগের ম্যাচের মতো এবারও শুরুতেই দলকে সাফল্য এনে দেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ। তৃতীয় ওভারে তিনি ফিরিয়ে দেন চ্যাড বাওয়েসকে। আরেক ওপেনার টিম সাইফার্টও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর তৃতীয় উইকেটে ৬০ বলে ৮৪ রানের জুটিতে নিউ জিল্যান্ডকে এগিয়ে নেন ইয়াং ও চাপম্যান। ইয়াং দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন ৪০ বলে। এরপর ইনিংস আর বেশিদূর টেনে নিতে পারেননি তিনি।
৩৮ রানে ক্যাচ তুলে জীবন পেয়ে ৩০ বলে ফিফটি করেন চাপম্যান। তিনিও বিদায় নেন এরপরই। দুই থিতু ব্যাটসম্যানকেই ফেরান এক ম্যাচ পর একাদশে ফেরা জুনাইদ সিদ্দিক। শেষ তিন ওভারে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি নিউজিল্যান্ড। ইনিংসের শেষ বলে মিচেল স্যান্টনারের ছক্কায় ১৬৬ পর্যন্ত যেতে পারে তারা। ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন স্যান্টনার। মাঝে অভিষিক্ত অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ১০ বলে করেন ১০ রান।
মেডেন নিয়ে নিউজিল্যান্ডের বোলিংয়ের শুরু করেন টিম সাউদি। আগের ম্যাচে ঝড়ো ফিফটিতে আমিরাতের জয়ের নায়কদের একজন ওয়াসিম এবার দ্বিতীয় ওভারে লিস্টারকে দুটি চার মেরেই কট বিহাইন্ড হয়ে যান। একটি করে চার ও ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দেন ভ্রাতিয়া আরাভিন্দ। কিন্তু তিনিও পারেননি ইনিংস টেনে নিতে।
আরিয়ানশ শর্মা, আসিফ খান, আনাশ টেন্ডনও বিদায় নেন দ্রুত। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর বাসিল হামিদের সঙ্গে ৫৭ বলে ৬৮ রানের জুটি গড়েন আয়ান আফজাল খান। তার ৩৬ বলে ৪২ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে আমিরাত। এই সিরিজে অনেকটাই দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। ছিলেন না ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও ইশ সোধির মতো ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৬/৫ (বাওয়েস ৯, সাইফার্ট ১৩, ইয়াং ৫৬, চাপম্যান ৫১, ফক্সক্রফট ১০, স্যান্টনার ২০*, রবীন্দ্র ০*; জাওয়াদউল্লাহ ৪-০-২৬-১, আয়ান ৪-০-৩১-০, জুনাইদ ৪-০-২৬-৩, জহুর ৪-০-৩২-১, হামিদ ৩-০-৩০-০, ফারাজউদ্দিন ১-০-১৮-০)
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৩৪/৭ (আরিয়ানশ ১৬, ওয়াসিম ৮, আরাভিন্দ ১২, আসিফ ১১, টেন্ডন ১, হামিদ ২৪*, আয়ান ৪২, ফারাজউদ্দিন ০, জুনাইদ ২; সাউদি ৪-১-২৪-০, লিস্টার ৪-০-৩৫-৩, জেমিসন ৪-০-২৩-১, স্যান্টনার ৪-০-২১-১, অশোক। ৪-০-২৮-১)
ফল: নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: উইল ইয়াং