মামুনুলসহ কারাবন্দী আলেমদের মুক্তি দাবি, স্মারকলিপি প্রদান

0

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি এবং দেশব্যাপী আলেম-ওলামার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শায়খুল হাদীস পরিষদের মানিকগঞ্জ জেলা শাখা ওই সমাবেশের আয়োজন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ, মাওলানা আবদুল আজিজ মুফতি আব্দুল করিম কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা শামীম, মুফতি আনোয়ার হুসাইন রিয়াদ, মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আনোয়ার হুসাইন সিংগাইর, শাহ আলম প্রমুখ। সমাবেশটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জায়দুর রহমান সিংগাইর। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here