গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বেলা ১১টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবরছুট এলাকার গভীর গজারি বনের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া স্থানীয়রা।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন জানান, যেখানে মরদেহ পাওয়া গেছে সেই জায়গাটি নির্জন। আশপাশে গজারি বন আর কৃষকের ধান ক্ষেত ছাড়া কিছুই নেই। রবিবার সকালে স্থানীয় কৃষক ধান ক্ষেতে কাজ করতে গেলে গজারি বনের ভেতর মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানা পুলিশে অবহিত করি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসেছে পৌঁছেছে।
কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যানের দেয়া তথ্য মতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে।