সাকিব-লিটনদের হারিয়ে ফাইনালে বি-লাভ ক্যান্ডি

0

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে যেতে প্রথম সুযোগ কাজে লাগাতে না পারলেও, দ্বিতীয় সুযোগ ছিল সাকিব আল হাসান ও লিটন দাসের গল টাইটান্সের সামনে। এবারও সেই সুযোগ কাজে লাগাতে পারল না দলটি। ৩৪ রানে হেরে যায় গল টাইটান্স। এতে ফাইনালে পৌঁছে যায় বি-লাভ ক্যান্ডি।

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রান তুলেছিল ক্যান্ডি। বিপরীতে গল থেমেছে মাত্র ১২৩ রানে।

ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে ইনিংস শেষ করে বি লাভ ক্যান্ডি। দলটির পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া ৩৭ বলে ৩৮ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে।

গলের পক্ষে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও সোনাল দিনুশা।

রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১২৩ রান করে গল। সর্বোচ্চ ২৮ রান করেন সোনাল দিনুশা। ক্যান্ডির হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসারাঙ্গা, ডি সিলভা ও মোহাম্মদ হাসনাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here