১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার পিএসজি থেকে এসেছেন আল হিলালে।দুই বছরের চুক্তিতে বেতন পাবেন ৩২০ মিলিয়ন ইউরো। পাবেন আরও অন্যান্য অনেক সুবিধা।
এই তালিকায় আছেন আরও অনেক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাসহ অনেকের মতো এই পথ অনুসরণ করেছেন নেইমার।
অনুষ্ঠানে প্রথমে আলো নিভে গিয়েছিল। আতশবাজির আর গ্যালারিতে থাকা ৬৭ হাজার ভক্তের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বলে উঠেছিল। তার মাঝেই মাঠে আসেন নেইমার।
ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন, ‘এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি, আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক অর্জনের সাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।’