ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো বিশেষ দল বা বিদেশি রাষ্ট্রের এজেন্ডায় সরকার পরিবর্তন হবে না।
মেনন আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। এ দেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রমনা মানুষ যে কোনো মূল্যে তাদের প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালি ফারাহীন ও মুলাদী উপজেলা কমিটির সভাপতি সভাপতি গফুর মোল্লা প্রমুখ।
বর্ধিত সভা শেষে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টির একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।