অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ২৯ বছর বয়সী ছেলেকে গুলি করা হয়েছে। নিহতরা হলেন সাইলাস (সাই) নাইজারকার ও তার ছেলে আভিয়াদ নির।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র আভিচে আদ্রাই দুই ইসরায়েলি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এই গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত সব হত্যাকারীদের সাথে যেমনটি করেছে সর্বশেষ হত্যাকারীকে গ্রেফতার করতে এবং তার সাথে হিসাব-নিকাশ করতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করেছে।