কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

0

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শপথবাক্য পাঠ করান আইনজীবী সমিতি নির্বাচন-২০২৩-এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান।

জেলা আইনজীবী সমিতির ১৪টি পদের নির্বাচিত সকলেই শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঁচজন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ছাড়াও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ বি এম লুৎফর রশিদ রানা, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট শেখ ফারুক আহম্মদ ও অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন রুবেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here