লিটন কুমার দাস গত বছর ছিলেন ক্যারিয়ার সেরা ফর্মে। তবে চলতি বছর অনেকটাই ফর্ম হারিয়ে রান খরায় ভুগছেন লিটন। জাতীয় দল ছাড়াও এলপিএল এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও লিটন রীতিমতো ভুগেছেন রান খরায়।
তবে ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার আশার আলো দেখাচ্ছেন। তিনি বলেছেন, ‘সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের অন্যতম এই নির্বাচক লিটনকে নিয়ে মোটেও চিন্তিত নন। তার মতে, ঠিক সময়েই ফর্মে ফিরবেন লিটন।’
এশিয়া কাপে ভয়ডরহীন ক্রিকেটের ঘোষণাও দিলেন হাবিবুল, ‘আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ফিয়ারলেস ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন। ফিয়ারলেস ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের ব্যাক করতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের যে মূল মন্ত্র যে, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’