জাপানি মিডফিল্ডার এন্দোকে দলে ভেড়াল লিভারপুল

0

চেলসির কাছে মোইসেস কাইসেদো ও রোমেও লাভিয়াকে ‘হারানোর’ পর অবশেষে নতুন মিডফিল্ডার দলে টানল লিভারপুল। স্টুটগার্ট থেকে ক্লাবটিতে যোগ দিয়েছেন জাপানের ওয়াতারু এন্দো। এক বিবৃতিতে শুক্রবার (১৮ আগস্ট) খবরটি জানিয়েছে লিভারপুল। চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি।

তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চার বছরের জন্য ৩০ বছর বয়সী এন্দোকে চুক্তিবদ্ধ করেছে লিভারপুল। তার জন্য ক্লাবটি গুনেছে ১ কোটি ৯০ লাখ ইউরো। ২০১৯ সালে স্টুটগার্টে এক মৌসুমের জন্য ধারে যোগ দেওয়ার পর স্থায়ী চুক্তি করেন এন্দো। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে তার নামের পাশে গোল রয়েছে ১৫টি। জাপান জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ফুটবলার।

সেন্টার-ব্যাক পজিশনেও খেলতে পারেন এন্দো। তবে ক্লপের দলে তার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার সম্ভাবনাই বেশি। এই দলবদলে লিভারপুল ছেড়ে গেছেন তিন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনিয়ো, জর্ডান হেন্ডারসন ও জেমস মিলনার। দলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের ও দোমিনিক সোবোসলাইসহ কয়েকজন।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে এই মৌসুম শুরু করেছে লিভারপুল। তাদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ বোর্নমাউথ।

 

বিডি-প্রতদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here