যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। সপ্তাহ খানেক আগে থেকে তিনি জিম ও ফিটনেস নিয়ে কাজও শুরু করেছেন। এবার তামিমের ব্যাটিং শুরু করার কথা।
বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘একটা পরিকল্পনা আছে, সে অনুযায়ী সেখানে আগামীকাল তামিমের ব্যাটিং আছে। এখন তার ব্যাটিং করাটা নির্ভর করবে সে কেমন অনুভব করে, সেটার ওপর।’
পিঠের চোটের কারণেই অধিনায়কত্ব ছেড়েছেন তামিম। এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কারণটাও তাই। জানা গেছে, তামিম খেলায় ফিরবেন আগামী মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। তামিম সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৫ জুলাই।