মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

0

বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার বেলা ২টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হচ্ছেন নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত কর্মী পশ্চিম গুলিশাখালী গ্রামের প্রভাষক আব্দুস সবুর সমাদ্দার, তার অপর দুই ভাই লোকমান ও সরোয়ার সমদ্দার, খেজুরবাড়িয়া গ্রামের শাজাহান ওরফে মোস্তফা খান, বানিয়াখালী গ্রামের আল-আমীন শরীফ ও নিশানবাড়িয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি আ. হালিম সমাদ্দার।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গুলজিয়া আলীম মাদরাসার কাছে নাশকতার পরিকল্পনা করছিল একদল দুর্বৃৃত্ত। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সমক্ষ হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই তরিকুল ইসলাম ১৩ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here