সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে শুক্রবার সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহহিয়ান। দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার মিশনে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এই দুই নেতার বৈঠকের ছবি প্রকাশ করেছে। তারা বন্দরনগরী জেদ্দায় এই সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রিয়াদে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে আলোচনা করেন।
সূত্র: খালিজ টাইমস