বাউফলের বগা ইউনিয়নের কৌখালী জনকল্যাণ সোসাইটি (কেজেএস) এর কমিটি গঠণ করা হয়েছে। ওই গ্রামের অসহায় ও অসুস্থ মানুষ ও শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৫ দুস্থ রোগীকে ২৫ হাজার টাকা, ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরন ক্রয়ের জন্য ১০ হাজার টাকা অনুদান ও ৭৫ জন ব্যক্তির মাঝে ছাতা বিতরণ করা হয়।
আজ সকাল ১০টায় কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ সোলায়মান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অরাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশ করে৷ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সোলায়মানকে সভাপতি ও মোঃ ওয়াদুদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়।